গাইবান্ধার সাদুল্লাপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে ফাহিম মিয়া (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অসামাজিত কর্মকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাদুল্লাপুর থানায় এই মামলা করেন। সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ফাহিম মিয়া উপজেলার জয়েনপুর গ্রামের মো. লতিফ মিয়ার ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- ভুক্তভোগী ওই নারীর স্বামী সম্প্রতি দ্বিতীয় বিয়ে করেন। এ কারণে তাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য চলে আসছিল। এ সুযোগে তার স্বামীর জ্যাঠাতো বোনের ছেলে ফাহিম গত শনিবার (১৫ মার্চ) বিকেলে তার শোবার ঘরে প্রবেশ করে তাকে জোরপুর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি তিনি তার স্বামী ও অভিযুক্ত ধর্ষক ফাহিমের মাকে অবগত করেন। তার স্বামীর কাছে এ ঘটনার বিচার চাইলে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। পরে বিষয়টি গ্রামবাসী অবগত হলে স্থানীয়ভাবে মীমাংসার জন্য গত বুধবার (১৯ মার্চ) বিকালে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের এক পর্যায়ে ফাহিমের মা ওই নারীকে বেধড়ক মারধর করে। এতে তিনি অসুস্থ হলে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সাদুল্লাপুর থানার ওসি মো. তাজউদ্দিন খন্দকার জানান, মামলায় ফাহিমসহ ৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন