ঝিনাইদহে বিচার-সালিশের নামে বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ জাফর আলী নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবের ইউপরি সামন্তা জীবননগর পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
নিহত জাফর আলী সামন্তা জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে ও কাজীরবেড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য।
কাজীড়বেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বলেন, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপি কর্মী জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাষ্টারের সঙ্গে বিরোধ ছিল। বিষয়টি নিস্পত্তির জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জাফর আলীকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে বিচারের নামে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
মহেপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, গাছের মালিকানা নিয়ে বিচার-সালিশের নামে বিএনপি কর্মী জাফর আলীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা। এ ঘটনায় মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার বিকেল ৩টায় সামন্তা বাজারে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করছে।
মন্তব্য করুন