চট্টগ্রামের নিউমোর্কেট এলাকায় রিয়াজউদ্দিন বাজারে ফুটপাতের ভ্রাম্যমাণ একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টা ৪৫ মিনিটে নিউমার্কেটের আমতলী এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। এতে শান্ত নামে এক দোকানির প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। কালবেলাকে তিনি বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায়। রাত ১টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মূলত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, বৈদ্যুতিক টাওয়ারের শর্ট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি। এতে জুতার একটি ভ্রাম্যমাণ দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস, স্থানীয় জনতা ও ব্যবসায়ী সমিতির নেতারা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে ওই দোকানির প্রায় এক লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন