কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না : প্রিন্স

ময়মনসিংহে ইফতার মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা
ময়মনসিংহে ইফতার মাহফিলপূর্ব আলোচনায় বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে মহল বিশেষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অপপ্রচার চালিয়ে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি কচুরিপানার মতো ভেসে আসেনি, ফুঁ দিয়ে বিএনপিকে উড়িয়ে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিলপূর্ব আলোচনায় তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে দোয়া ও ইফতার মাহফিলের কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার বা বিরোধী দল, যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনগণের দল, সুখ-দুঃখে সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বিএনপির অবস্থান জনগণের হৃদয়ের গভীরে। তাই অপপ্রচার ও ষড়যন্ত্র করে বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। নির্বাচন ছাড়া স্থিতিশীলতা আসবে না। সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কারের জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না। সাত মাসেও সংস্কার কেন আলোর মুখ দেখেনি, তা অন্তর্বর্তী সরকার ও তাদের নিয়ন্ত্রণকারীদের বলতে হবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি। তাই অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে।

প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাল্লাহ জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তার পূর্বঘোষণা অনুযায়ী সর্বদলীয় সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করবে।

জনকল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল শ্রেণি-পেশার মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ করেছেন।

এ সময় ফ্যামিলি কার্ড, ফারমার্স কার্ড, বেকার ভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, পল্লী রেশনিং ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এ সকল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আর্থিক উন্নয়নে সহযোগিতা করবে।

এমরান সালেহ প্রিন্স সবাইকে সতর্ক করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে, তাদেরকে বিএনপি আশ্রয়-প্রশ্রয় দেয়নি, দিচ্ছেও না এবং ভবিষ্যতেও দেবে না। তাদের অবস্থান বিএনপিতে হবে না। যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। সে যত ত্যাগী নেতাই হোক না কেন, অপকর্ম করলে তার ছাড় নেই।

কুতিকূড়া কোরুয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনায় সভাপতিত্ব করেন হলুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মিজানুর রহমান।

এতে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা ইলয়াস খাঁন, হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক ও আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, কাজী ফরিদ আহমেদ পলাশ, নলিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব সংকট থেকে দেশকে উদ্ধার করেছে বিএনপি : মির্জা ফখরুল

জবি কেন্দ্রীয় মসজিদে দুই শিবির নেতার ইতিকাফ  

তাসনিম জারার চিঠির জবাব দিলেন সারজিস

মিডিয়া সেলের সদস্যদের নিয়ে এবি পার্টির ইফতার 

দুলাভাইকে কুপিয়ে হত্যার ৩ দিন পর শ্যালক গ্রেপ্তার

পল্লবীতে আবাসিক ভবনের আগুনে বৃদ্ধার মৃত্যু

১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা : শ্রম উপদেষ্টা

দুই ফ্রিল্যান্সারকে অপহরণ, ডিবি পুলিশসহ গ্রেপ্তার ৭

কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে

সিডনিতে বাংলাদেশি ছাত্র সম্প্রদায়ের ইফতার মাহফিল

১০

বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে

১১

তিন দিন তাপমাত্রা বাড়বে, বৃষ্টির সম্ভাবনা নেই

১২

শিলংয়ে জমজমাট লড়াই, ভারতের বিপক্ষে প্রথমার্ধে দাপুটে বাংলাদেশ

১৩

মুরাদনগরে ওসির কক্ষের সামনে দাঁড়িয়ে শ্রমিক দল নেতাকে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

১৪

সেতুর গার্ডারের ফাঁকে আটকে পড়া শিশু উদ্ধার

১৫

৩৪ কেজির ভোল মাছ ১০ লাখে বিক্রি 

১৬

সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি অফিসারের সৌজন্য সাক্ষাৎ

১৭

রাজনৈতিক দলের মতামতের তালিকাই হবে ‘জুলাই সনদ’ : প্রধান উপদেষ্টা

১৮

হামজার অভিষেকের দিনে জামাল নেই, ভারতের বিপক্ষে দারুণ শুরু

১৯

দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

২০
X