পবিত্র মাহে রমজানে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের অধীনস্থ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের বিভিন্ন হলের শিক্ষার্থীদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দিবাগত ভোর রাতে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই সেহরি বিতরণ করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং মরহুম আরাফাত রহমান কোকোসহ জুলাই-আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় শিক্ষার্থীদের মাঝে এই সেহরি বিতরণ করা হয়।
মন্তব্য করুন