কিশোরগঞ্জের ইটনায় যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যের বাড়ি থেকে ভিজিএফের ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার বাদলা ইউনিয়নের থানেশ্বর গ্ৰামে এই ঘটনা।
স্থানীয়রা জানান, গরীব দুস্থদের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। জানা যায়, বাদলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য মো. রোকন উদ্দিনের বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখা আছে। ওই সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউপি সদস্যের বাড়ি থেকে ৩০ কেজি ওজনের ১২৮ বস্তা চাল উদ্ধার করেন। তখন কাউকে আটক করা হয়নি, ইউপি সদস্য পলাতক রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বাদলা ইউনিয়নের চেয়ারম্যান আদিলুজ্জামান ভূঁইয়া এবং ইউপি সদস্য মো. রোকন উদ্দিন নিজস্ব লোকজন দিয়ে একাধিকবার চাল উত্তোলন করে অবৈধভাবে মজুদ করে রাখে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য মো. রোকন উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বাদলা ইউপি চেয়ারম্যান মো. আদিলুজ্জামান ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ নিজের ইচ্ছায় চাল বিক্রি করেছে যা একজন ব্যবসায়ী কিনেছেন। মেম্বার সাধারণ মানুষদের কাছ থেকে চাল কিনে নিয়েছেন।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, বিষয়টা অবগত হয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন