রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৪৯ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের মানববন্ধনে বিএনপির হামলা

রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর মানববন্ধনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বাঘার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম, দুর্নীতি ও ভিজিডি কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং ইউপি তথ্যসেবা কেন্দ্র দখলে রাখা যুবদল সভাপতি এনামুল হকের নেতৃত্বে তাদের অনুসারীরা জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে সেখানে যান। তারা জামায়াত নেতাকর্মীদের মানববন্ধনে বাধা দেন।

বাক-বিতণ্ডার এক পর্যায়ে তারা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। বাউসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মজিবুর রহমান বলেন, আমাদের কর্মসূচি কোনো দলের বিপক্ষে ছিল না। আমরা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিএনপির লোকজন আমাদের ওপর অন্যায়ভাবে অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারীদে শিগগিরই গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার প্রচার ও মিডিয়া বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহ্ জানান, হামলায় ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, জামায়াতের লোকজন মানববন্ধনে আমাদের দলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। এ সময় আমরা সেখানে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেছি। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মানববন্ধনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেখানে মারামারির তেমন কিছু পাইনি৷ তবে মামলা হলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা স্বাধীন গ্রেপ্তার

২৫ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

২৫ মার্চ : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে জামায়াত : সেলিম উদ্দিন

আ.লীগ ও বিএনপি নেতার কারসাজিতে চাল পায়নি কয়েক গ্রামের মানুষ

ফেনী সীমান্তে এক মাসে ৪০ গরু জব্দ

ঈদ ও বৈশাখ উপলক্ষে ব্যস্ত মানিকগঞ্জের তাঁতিরা

রাজশাহীর সিল্ক পাড়ায় উৎসবের আমেজ

খুলনায় নুরের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে ফের বেতন-বোনাসের দাবিতে সড়কে শ্রমিকরা

১০

৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

১১

ছাত্রলীগের কর্মী এখন রামেক ছাত্রদল সভাপতি

১২

১০ ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না : হাসনাত

১৩

বিয়ের জন্য চাপ দেওয়ায় জোৎস্নাকে হত্যা করেন নয়ন

১৪

ফেরির যুগে প্রবেশ করল সন্দ্বীপ

১৫

পানির অভাবে ২৪ ঘণ্টায়ও নেভেনি আগুন

১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৭

ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন : ইশরাক

১৮

ভিক্টোরিয়া কলেজ কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

১৯

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের গতি বাড়াতে হতে হবে : আবু হানিফ

২০
X