জামালপুরের ইসলামপুরে আসামি ছেড়ে না দেওয়ায় ওসিকে বদলির হুমকির অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির অফিসে এক সংবাদ সম্মেলনে ওসির অভিযোগটি মিথ্যা বলে দাবি করেন যুবদলের এই নেতা। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা মলিন জানান- এজাহারভুক্ত আওয়ামী লীগের এক আসামি না ছাড়ায় ওসি সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। উলটো আওয়ামী লীগের আসামি গ্রেপ্তারে ওসিকে তথ্য প্রদান করা হচ্ছে বলে জানান তিনি। তিনি ওসির এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ কালবেলাকে বলেন, হুমকি দেওয়ার ঘটনাটি সত্য। হুমকি দেওয়ার ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর আগে একটি মারামারির মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে গত ১৮ মার্চ রাত ২টার দিকে গ্রেপ্তার করে থানা নেয় পুলিশ। পরে তাকে ছাড়াতে তদবির করে যুবদল নেতা মলিন। তিনি রাজি না হলে একসময় তাকে মোবাইল ফোনে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকির অভিযোগ করেন ওসি।
মন্তব্য করুন