ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমকে (৫০) উপর্যুপরি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বড়হিস্যা জালসা এলাকার আঞ্চলিক রাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম কাওয়ালিপাড়া বাজারে যাওয়ার জন্য জালসা এলাকার আঞ্চলিক সড়কের ত্রিমোড়ে দাঁড়ান। তখন অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। পরে ধর ধর বলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পাশের ইটভাটার শ্রমিক ও স্থানীয়রা দৌড়ে গিয়ে হাসপাতালে পাঠায়।
এঅ্যান্ডসি ইট ভাটার মহসিন নামে এক শ্রমিক বলেন, আমি গোসল করছি, তখন একজন লোক তাকে মেরে দৌড় দিয়েছে। এরপর ওই লোকটা (কাশেম) তিনবার বলছে ধর ধর ধর। এরপর লোকটা মাটিতে পড়ে যায়। আর কিছু বলতে পারে নাই। পরে এলাকার লোকজন ও আমাদের লোকজন গিয়ে সিএনজিতে উঠিয়ে দেয়।
নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, আমার ভাই ১২টার দিকে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বাড়ির পাশেই রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করার সময় পেছন থেকে সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। কে কুপিয়েছে বা কতজন ছিল তা জানি না। আমার ভাই একা ছিল।
ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম কালবেলাকে বলেন, আবুল কাশেম গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
মন্তব্য করুন