নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পরিবারের ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে র্যাবের কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকার মো. লিটন মিয়া (৫১), তার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও ছেলে মো. নাহিদ আলম (২২)।
আসামিদের আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন