সিরাজগঞ্জে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা কবির হোসেনের মৃত্যুর ঘটনায় দুই নেতার প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি। এ সময় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে নাম আসায় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জনি সাইদুল এবং সাবেক সদস্যসচিব মঞ্জুর রহমান মঞ্জুর সকল পদ স্থগিত করা হয়েছে।
কমিটিতে রয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা এবং যুগ্ম সম্পাদক নূর কায়েম সবুজ। তদন্ত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে বলা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে এনায়েতপুরে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন ছাত্রদল নেতা কবির হোসেন। পরে বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকার ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় নেতাকর্মীরা রাতেই বিক্ষোভ মিছিল করেন।
মন্তব্য করুন