কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা হয়ে যাক : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি : সংগৃহীত

প্রশাসনের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচনের বিপক্ষে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে তিনি বলেছেন, প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা যেতে পারে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা শহরতলির শাসনগাছা বাস টার্মিনালে এক গণ–ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ২৪-এর শহীদ ও আহত গাজিদের স্মরণে গণ–ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির কুমিল্লার জেলা শাখা।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা দেখেছেন গত যে তিনটা নির্বাচন হয়েছে, ওই তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার কোনো ধরনের দক্ষতা আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত নির্বাচন হবে না। প্রশাসন যতক্ষণ পর্যন্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে না পারে, আমরা আশ্বস্ত হতে পারছি না। এ জন্য আমরা চাই, স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে প্রশাসনের স্বচ্ছতার পরীক্ষা হয়ে যাক।’

তিনি বলেন, ‘আমরা ছাত্র-নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য চেষ্টা করছে। আমরা আপনাদের সতর্ক করে দিতে চাই, এই ছাত্র–নাগরিকের হারানোর কিছুই নেই। এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ আগস্ট–পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারে না।’

এনসিপির এই নেতা বলেন, ৫ আগস্ট গণভবন এবং বঙ্গভবনের যে পরিণতি হয়েছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, তাদের পরিণতি এবং তাদের ফলাফল একই রকম হবে। আমাদের লড়াই অব্যাহত আছে। আমাদের লড়াই চলবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চাইবে, যে রাজনৈতিক দলেরই হোক না কেন তাকে আমরা প্রতিহত করব।

তিনি বলেন, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে সেগুলো নির্বাচনের আয়োজন করুন। আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, চাঁদাবাজি-টেন্ডারবাজি, মাঠ দখল, পুকুর দখল, বাজার দখল শুরু হয়েছে। এই দখলবাজদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশের হাতে তুলে দেন। কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদের সভাপতিত্বে গণ–ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল হাসান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে ইউনূস-মোদির বৈঠক হচ্ছে কি না জানাল ভারত

ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না মা-ছেলের

তুরস্কে প্রায় ২ হাজার ছাত্র-জনতা গ্রেপ্তার

ভুয়া আহতদের নিয়ে বিব্রত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

গাড়ির চাপ বাড়লেও যানজট নেই উত্তরের মহাসড়কে

স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেপ্তার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের নতুন চ্যানেলে চলছে না ফেরি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ হতে পারেন এমবাপ্পে-ভিনিসিয়ুস!

জাতিসংঘ শূন্য বর্জ্য দিবসে ড. ইউনূসকে তুরস্কের ফার্স্ট লেডির অভিনন্দন

১০

রোহিঙ্গাদের জন্য ৭৩ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

১১

পরিবর্তনের অংশ হতে চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আমন্ত্রণ ড. ইউনূসের

১২

জামায়াত নেতারা কে কোথায় ঈদ উদ্‌যাপন করবেন

১৩

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা / সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে : জামায়াত আমির

১৪

যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

১৫

মার্কিন স্বাস্থ্য বিভাগে রদবদল, চাকরি হারাচ্ছেন ১০ হাজার কর্মী

১৬

বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ, চীনা ব্যবসায়ীদের ড. ইউনূস

১৭

সুপারভাইজার নেবে আগোরা, লাগবে না অভিজ্ঞতা

১৮

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়

১৯

ফাঁকা হতে শুরু করেছে ঢাকা 

২০
X