বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে তাকওয়ার বিকল্প নেই। তাকওয়ার মাধ্যমেই একজন মানুষকে পরিবর্তন করা সম্ভব। কোরআন ও তাকওয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হলে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। আর প্রকৃত মানুষের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন ঘটে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়ায় আল ইহসান ফাউন্ডেশনের আয়োজনে তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোবারক হোসাইন বলেন, যদি প্রতিটি ঘরে-ঘরে রন্ধ্রে-রন্ধ্রে, সমাজের প্রত্যেকটি জায়গা তাকওয়া দ্বারা পরিচালিত হয় তাহলে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বৈষম্য, অপরাধ ও বেহায়াপনা সম্ভব নয়।
তিনি বলেন, একটি মুসলমান জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে দাঁড় করাতে চাই তাহলে কোরআনের শিক্ষার মধ্যেই আমাদেরকে আসতে হবে। আমরা যদি কোরআনকে লালন করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাতে লাভবান হব। এতেই একটি সমাজের অভূতপূর্ব পরিবর্তন দৃশ্যমান হবে।
তাফসিরুল কোরআন ও ইফতার মাহফিল অধ্যক্ষ কবির আহমাদের সভাপতিত্বে ও বিএসসি নাজমুল হক কবিরের পরিচালনায় প্রধান আকর্ষণ ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী। প্রধান মেহমান প্রফেসর মো. আজিজুল হক, মাওলানা মুহা. ছাদেকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মহসিন কবির সরকার, মোহাম্মদ ফুল মিয়া, মো. বশির আহমেদ মেম্বার, মুহা. জহিরুল হক, মোহাম্মদ শাহজাহান মেম্বার, মো. কুদ্দুস, বিল্লাল হোসেন সরকার প্রমুখ।
মন্তব্য করুন