রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি রাস্তা দখল ও মসজিদের পানি ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামীপন্থি পরিবারে বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের হামলায় আহত হয়েছে স্থানীয় এক পরিবারের তিন সদস্য। আহতরা কালবেলার সংবাদকর্মীর পরিবারের সদস্য।
বুধবার (১৯ মার্চ) সকাল ৮টার উপজেলার পাকড়ী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে অভিযুক্ত ওই পরিবার সরকারি রাস্তা দখল করে গাছ রোপণ করায় স্থানীয় ২৯টি পরিবার চরম ভোগান্তিতে রয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. আশিক গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত আওয়ামীপন্থি পরিবারের মো. মোজাহার, মো. মনিরুল ও মোসা. জরিনাসহ ওই পরিবারে আরও কয়েকজন মিলে সরকারি রাস্তায় কলাগাছ রোপণ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এ সময় স্থানীয় ভুক্তভোগী মো. আশিকের মা মোসা. শিরিনা বাধা দিতে গেলে অভিযুক্ত পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে তাকে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।
হামলার শিকার ভুক্তভোগী মো. আশিকের দাবি, অভিযুক্তরা তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ৩০ হাজার টাকা লুট করে। পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ও পরিবারের নারী সদস্যদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে থানা পুলিশের সহযোগিতায় তারা তাদের বাড়িতে ফিরতে সক্ষম হন।
এছাড়া গ্রামবাসীদের জন্য স্থাপিত মসজিদের পানির মোটর ব্যবহারেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই পরিবারের বিরুদ্ধে। স্থানীয় ২৯টি পরিবার মসজিদের পানি ব্যবহার করে, যা তারা নিজেরা চাঁদা তুলে স্থাপন করেছিলেন বলে জানা গেছে। কিন্তু অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে পানির ব্যবহার বন্ধ করার হুমকি দিয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন কালবেলাকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন