লক্ষ্মীপুরের কমলনগর থানা পুলিশের পরিচয় দিয়ে মোবাইল ফোনে মামলার বাদীর কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে দাবি করা ঘুষের টাকা না দিলে মামলা করার কারণে ওই বাদীকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করা হয়।
চরকাদিরা ইউনিয়নের ভুক্তভোগী মো. দিদার হোসেনকে গত মঙ্গলবার (১৮ মার্চ) তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হয়।
জানা যায়, একটি বিরোধপূর্ণ জমির দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ঘটনায় দিদার হোসেন বাদী হয়ে প্রতিপক্ষের বাবুল হোসেন আক্তার ও ইসমাইল হোসেনদের বিরুদ্ধে কমলনগর থানায় মামলা করেন। মামলায় অভিযোগকে মিথ্যা আখ্যা দিয়ে টেলিফোনে মামলা এন্টি করতে দাবিকৃত টাকা পাঠাতে একটি বিকাশ নম্বর ০১৩২৯০৭৯১৮৩ দেওয়া হয়। ১০ মিনিটের মধ্যে দাবির টাকা না পাঠালে বাদীকে এ সময় গালমন্দসহ নানা হুমকি প্রদান করা হয়। পরে ওই নম্বরগুলোতে ফোন করা হলেও রিসিভ করা হয়নি।
বাদী দিদার হোসেন ফোন কলের রেকর্ড সূত্রে জানান, পুলিশ পরিচয়ে মোবাইল ফোনে কথোপকথনের সময় প্রতিপক্ষ বাবুল হোসেন আক্তারের ভয়েস রয়েছে। এতে বাবুল হোসেন আক্তারের সম্পৃক্ততা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ভুক্তভোগী দিদার হোসেনের করা অভিযোগের মামলাটি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। পুলিশ পরিচয়ে মোবাইলে ঘুষ দাবি ও গালমন্দ বিষয়ে বাদীকে সাধারণ ডায়েরি করতে লিখিত অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ প্রদান করা হয় এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন