বাংলাদেশ খেলাফত মজলিসের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল বক্তারা বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশে অর্ধেক ইসলাম কায়েম হয়ে হয়ে গেছে। বাকি অর্ধেক ইসলামি নেতাদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কায়েম হবে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর কোনো ইসলামি কোনো ব্যক্তি ডাক দিতে হয় নাই, মানুষ এমনিতেই মূর্তিগুলো ধুলোয় মিশিয়ে দিয়েছে। মানুষ ইসলামি দলগুলোর দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হোক, তা দেখতে চায়। আগামী জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর পক্ষ থেকে একটি ব্যালট দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি।
বক্তারা আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে লড়তে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এ দেশে ইসলামি শক্তি ঐক্যবদ্ধ হলে এমন কোনো শক্তি নেই, তাদের টলাতে পারবে। সবাই ঐক্যবদ্ধ থাকলে এ দেশে ইসলাম কায়েম হবে। যতদিন পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা হবে না, ততদিন দেশে শান্তি ফিরবে না।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আলি উসমান বলেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবেই হবে। এটা নিশ্চিত। জালিম ও স্বৈরাচার কখনো টিকে থাকতে পারে না। ৫ আগস্টের বিপ্লব ইসলামি বিপ্লবেরই একটা অংশ। এখন আমরা সবাইকে সঙ্গে নিয়ে নতুন স্বাধীনতার বাংলাকে আমরা আর সোনার বাংলা গড়তে চায় না, আমরা সোনার মদিনার বাংলা গড়তে চায়।
তিনি আরও বলেন, দেশকে অস্থিশীল করতে আওয়ামী লীগের অপচেষ্টা এখনো থেমে নেই। তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই বিপ্লবের পরবর্তী সময় থেকে এ দেশে নতুন করে সত্যিকারের যে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি সে স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দেশে কোনো স্বৈরাচারের শাসন আর চলবে না। তবে এখনো দেশকে নিয়ে নতুন ষড়যন্ত্রের গুটি চালানোর ফন্দি করছেন, তাদেরকে থামিয়ে দিতে এখন তৌহিদি জনতা প্রস্তুত।
বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফতে মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের নায়েবে আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বেলার নূর আজিজ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার রাব্বানী, গণঅধিকার পরিষদ চট্টগ্রাম নগরের সেক্রেটারি ইউসুফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আরিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রমুখ।
মন্তব্য করুন