রাজবাড়ির কালুখালীতে তিন ছাত্রকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার হরিণবাড়িয়া একটি মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন কালুখালি উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার (এতিমখানা ও লিল্লাহ বোডিং) শিক্ষক। তার বাড়ি খুলনার পাইকগাছা।
কালুখালি থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান কালবেলাকে জানান, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ওই ৩ শিশু ছাত্রকে গত ৩ মাস ধরে বিভিন্ন বাহানায় তার রুমে ডেকে বলাৎকারের চেষ্টা করে। ভয়ে ওই শিশুরা তার পরিবারকে কিছু না জানালেও স্থানীয়রা টের পেয়ে ওই শিক্ষককে আটক করলে দোষ স্বীকার করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা।
তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। এক শিশুর পরিবার থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন