ফরিদপুরের সদরপুর উপজেলায় ডাম্প ট্রাকচাপায় গৃহবধূ নিহতের ঘটনায় বালু উত্তোলন সিন্ডিকেট ও অবৈধ ডাম্প ট্রাক বন্ধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ছাত্রজনতা।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে সদরপুরের সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিন-রাত অবৈধভাবে এস্কেভেটর দিয়ে বালু কাটা হলেও প্রশাসন কার্যকারী কোনো পদক্ষেপ নিচ্ছে না। বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য ও ডাম্প ট্রাক বন্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ সময় তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পাঁচ দফা দাবি তুলে বলেন, বালুবাহী ট্রাকের চাপায় মৃত্যুর ঘটনার দায়ভার সদরপুর থানার ওসিকে নিতে হবে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা চালু করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইনের কঠোর প্রয়োগ করতে হবে। এর সঠিক সহায়তা না দিতে পারলে পদত্যাগের দাবি জানান তারা।
উল্লেখ্য, সোমবার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের আদু বেপারির ডাঙ্গী গ্রামে রোজিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূ বালুবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার (১৮ মার্চ) নিহতের স্বামী বাচ্চু রেপারি বাদী হয়ে সদরপুর থানায় ট্রাকের মালিক, ড্রাইভার ও কনট্রাক্টরসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
মন্তব্য করুন