জামালপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে অপহৃত দুজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) ভোরে জেলার মাদারগঞ্জ থেকে এক কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দল।
এ ছাড়া গত ৫ মার্চ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আরেক শিশুকে উদ্ধার করে সিআইডি পুলিশের আরেকটি দল।
জামালপুর জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য জানান, গত ৪ ডিসেম্বর জেলার সরিষাবাড়ী থেকে এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আনন্দ আরমানকে আটক করা যায়নি তবে বুধবার ভোরে ভুক্তভোগী কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে সরিষাবাড়ী থেকে অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী আরেক শিশুকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় প্রধান অভিযুক্ত মনির হোসাইনকে আটক করা যায়নি। অভিযুক্ত মনিরের বাড়ি জেলার মেলান্দহ উপজেলায়।
সিআইডি গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এ দুজনকে জীবিত উদ্ধার করেছে বলে জানান স্বাগতা ভট্টাচার্য।
মন্তব্য করুন