নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফের আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কামাল সরদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল সরদার উপজেলার ভুলতা ইউনিয়নের মাসুমাবাদ এলাকার শামসুল সরদারের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী কালবেলাকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে শিশুটি তার বাড়িতে ফিরছিল। এ সময় শিশুটিকে কামাল সরদার নামের এক যুবক ধর্ষণের চেষ্টা চালায়। রাতেই মেয়েটির মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কামাল সরদারকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাঘবাড়ি এলাকায় চকলেট কিনে দেওয়ার কথা বলে নিজ দোকানের ভেতরে একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম। পরে স্থানীয়রা জানতে পেরে তারাব পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভুইয়া, তানসেন ও পলিনসহ কয়েকজন মিলে ৫ হাজার টাকায় ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায়।
পরে বিষয়টি স্থানীয় এলাকাবাসী জানতে পেরে প্রতিবাদ ও ইব্রাহিমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করতে থাকে। সেই সুযোগে রুবেল ভুইয়াসহ কয়েকজন মিলে ইব্রাহিমকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। খবর পেয়ে রাত ১১টায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম এবং জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামসহ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে তারা শিশুটিকে উদ্ধার করলে ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য রাতেই পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে এ ঘটনায় মামলা করলে শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলার বিশ্বম্ভরপুর থানার জয়নগর মাযাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ১১।
মন্তব্য করুন