পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রানীক্ষেত রোগে দিনাজপুরে ১৫ হাজার মুরগির মৃত্যু

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

দিনাজপুরের পার্বতীপুরে রানীক্ষেত রোগে এক মাসে প্রায় ১৫ হাজার মুরগি মারা গেছে। ওষুধ দিয়েও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু। এতে দিশাহারা হয়ে পড়েছেন উপজেলার ১১৫ খামারি ও কয়েক হাজার গৃহস্থ পরিবার।

উপজেলার মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই গ্রামের সৈকত এগ্রো ফার্মের মালিক শাহিনুর ইসলাম জানান, এই সপ্তাহের শনি থেকে সোমবার পর্যন্ত তার খামারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ৩ হাজার মুরগি মারা গেছে। এতে ক্ষতি হয়েছে ৫ লাখ ২০ হাজার টাকা। চন্ডিপুর ইউনিয়নের দারারপাড় গ্রামের কিবরিয়ার খামারে ১০ দিন আগে মারা যায় ২ হাজার মুরগি। তিনি বলেন, ওষুধ ব্যবহারেও কাজ হচ্ছে না।

মুরগি কেন মারা যাচ্ছে- স্পষ্ট ধারণা নেই মন্মথপুর ইউনিয়নের খামারি আফজাল হোসেনের। তিনি বলেন, এটা রানীক্ষেত রোগ হতে পারে। আমার খামারে প্রায় ৩ লাখ টাকার এক মাসের (সোয়া কেজি ওজন) ২ হাজার ৫০০ মুরগি মারা গেছে। ঈদে মুরগিগুলো বিক্রি করব বলে আশা ছিল।

মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর চকজয়দেবপুর গ্রামের খামারি মশিউর রহমান বলেন, এক থেকে দেড় কেজি ওজনের ৯০০ মুরগি ছিল। এর মধ্যে গত তিন দিনে ৫০০ মুরগি মারা গেছে। রানীক্ষেত রোগে আক্রান্ত মুরগি প্রথমে ঝিম ধরে থাকে। এরপর মারা যায় বলে জানান তিনি। তার লোকসানের অঙ্ক প্রায় দেড় লাখ টাকা। পার্বতীপুর শহরের রুস্তম নগর মহল্লার খামারি রফিকুল ইসলাম বলেন, এক মাসে প্রায় ৩ লাখ টাকার ২ হাজার মুরগি মারা গেছে। সব ধরনের ওষুধ দেওয়ার পরও কাজ হয়নি। হাবড়া ইউনিয়নের চৌপতির বাসিন্দা মিঠু মিয়ার খামারে সপ্তাহখানেক আগে ২ হাজার মুরগি মারা গেছে, যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

রামপুর ইউনিয়নের পূর্ব হুগলিপাড়া গ্রামের মাসুদ মিয়ার ২৫ দিনের ৬০০ মুরগি, একই গ্রামের খামারি ওবায়দুল হকের ৩০০, হামিদপুর ইউনিয়নের খামারি মোজাহারুল হকের ৭০০, মোমিনপুর ইউনিয়নের হাজির মোড় বেলতলীর ইমরান আলীর ৬০০, মন্মথপুর ইউনিয়নের চড়কডাঙ্গার তসলিম উদ্দিনের ১ হাজার ১০০ ও পৌর শহরের ছোট বৃত্তিপাড়ার লুৎফর রহমানের এক হাজার মুরগি মারা গেছে। গত ১৫ দিনে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাঙ্গা গ্রামে এই রোগে বাড়িতে পোষা মুরগি, ডিম দিচ্ছে এমন, ছোট বাচ্চাসহ ৫ শতাধিক মুরগির মৃত্যু হয়েছে।

রানীক্ষেত রোগের বেশ কিছু লক্ষণ আছে। এতে আক্রান্ত মুরগি প্রথমে ঝিমাতে থাকে। তারপর এক-দুই দিন অসুস্থ থেকে মারা যায়। কালিকা বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের সুমন সরকার জানান, গত ১০ দিনে তার ৪০ থেক ৫০টি মুরগি মারা গেছে। একই গ্রামের গৃহিণী খতেজা বেগম বলেন, এক সপ্তাহের মধ্যে মুরগিগুলো হঠাৎ মারা গেছে। বড় ও ছোট মিলে ৫০ থেকে ৭০টি মুরগি ছিল। পৌরশহরের নয়াপাড়া গ্রামের সাদেক আলী জানান, ২০ দিন আগে বিভিন্ন বাড়িতে প্রায় ৩০০ মুরগিসহ আমার ৪০টি মারা গেছে।

পার্বতীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, রানীক্ষেত ভাইরাসজনিত রোগ। এটি প্রতিরোধে সঠিক ভ্যাকসিন ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়। সময়মতো উন্নত মানের ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে এ রোগের প্রতিকার সম্ভব। প্রাণিসম্পদ হাসপাতালে পর্যাপ্ত রানীক্ষেতের উন্নত ভ্যাকসিন আছে। তবে, উপজেলায় এক মাসে কী পরিমাণ মুরগির মৃত্যু হয়েছে তার কোনো পরিসংখ্যান পার্বতীপুর প্রাণিসম্পদ বিভাগের কাছে নেই বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে উদ্বোধন হলো ‘জনতার বাজার’

নতুনভাবে ‘বয়াম পাখি’, সঙ্গে জেফার

সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামির স্বীকারোক্তি

ইলিয়াসপত্নীর গাড়ি ভাঙচুর মামলায় যুবলীগ নেতা কারাগারে

ফাহমিদুলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন কোচ ক্যাবরেরা

‘পুতিন একটি খেলা খেলছেন’

পুলিশকে প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটি ভালো আছে

ভাঙারি দোকানে মর্টার শেল, নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট

সংখ্যালঘু ১১ ব্যক্তির হত্যার দাবিতে ভুয়া তথ্য প্রচার

১০

মঞ্চে ‘হকারদের গান’

১১

ডাম্প ট্রাকচাপায় গৃহবধূ নিহত, অতঃপর...

১২

নওগাঁ-বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, জনদুর্ভোগ

১৩

৫ কারা তত্ত্বাবধায়ককে সিনিয়র পদে পদোন্নতি

১৪

ওয়ার্ড প্রশাসক নিয়োগ নিয়ে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

১৫

ইসলামী ছাত্র আন্দোলনের বাঙলা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৬

১৬ বছর পর দুই বন্ধুর গান

১৭

তেঁতুলিয়ায় আবারও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

১৮

চিকিৎসককে পিটুনি, সেই ছাত্রলীগ নেতা ধরা

১৯

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, বোরকা পরে পালাতে গিয়ে যুবক গ্রেপ্তার

২০
X