লক্ষ্মীপুরের রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য মেজবাহ উদ্দিন হেলালকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর নিজ বাসা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল।
জানা গেছে, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল দলীয় পরিচয় এবং জেলা পরিষদের সদস্য পদে দায়িত্ব পালনকালীন সময়ে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে উপজেলা বিএনপি-জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নানাভাবে হয়রানির অভিযোগ রয়েছে।
রামগতি থানার ওসি মো. কবির হোসেন কালবেলাকে বলেন, আটকের খবর পেয়ে রামগতি থানা পুলিশের একটি টিম তাকে নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন