নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০২:২৪ এএম
অনলাইন সংস্করণ

হামলা করে আটকদের ছিনিয়ে নিল মাদক ব্যবসায়ীরা, অতঃপর...

নারায়ণগঞ্জে অভিযানে উদ্ধারকৃত মাদক। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে অভিযানে উদ্ধারকৃত মাদক। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে হামলা চালিয়ে আটক ৪ মাদকব্যবসায়ীকে ছিনিয়ে নেয় তাদের সহকর্মীরা। হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন সিপাহী আহত হন। এ খবরে জেলা প্রশাসকের নির্দেশে বিজিবি ও পুলিশ নিয়ে ফের অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আহতরা হলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মো. রেজাউল করিম, অজয় কুমার রায় ও মো. আকাশ আহমেদ রাব্বী।

জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সদর উপজেলার মাসদাইর এলাকায় রুকিয়া স্কুলের বিপরীত গলিতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্রধারী ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে আটকদের ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা।

এ খবরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেনের নেতৃত্বে বিজিবি ও জেলা পুলিশের সহায়তায় পুনরায় অভিযান চালানো হয়। এতে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১৭০০ পিস ইয়াবা, ৫ বোতল বিদেশি মদ, ১৪ বোতল ফেনসিডিল, ৪ গ্রাম হেরোইনসহ চাপাতি, ছুরি, সুইস গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাববর হোসেন কালবেলাকে বলেন, সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। সে বিষয়ে তারা বিস্তারিত বলতে পারবে। পরে আসামিদের ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ নিয়ে আমি ফের অভিযান পরিচালনা করে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছি। তবে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা পুলিশ ও মাদকের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মো. বাহাউদ্দিন কালবেলাকে বলেন, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. রিফাত হোসেনের নেতৃত্বে একটি টিম ফতুল্লার মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটদের দেখানো তথ্যমতে আরও মাদক উদ্ধার করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে ১২-১৫ জনের একটি টিম আমাদের ওপর অতর্কিত হামলা করে ও পাথর নিক্ষেপ করে। হামলার একপর্যায়ে তারা আটক মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নিয়ে যায়। এই হামলায় আমাদের তিনজন সিপাহী আহত হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ ও সেনাবাহিনীর ক্যাম্পে জানালে তারা তাৎক্ষণিক সাড়া দিয়ে পুনরায় অভিযান চালায়। সেই অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ওয়ারেন্ট বা পূর্বের কোনো মামলা রয়েছে কিনা তা যাচাই বাছাই করে বলা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুজব ও অপপ্রচারের প্রতিবাদে শরীয়তপুর আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন

জুলাই আন্দোলনে গুলিতে আহত শাহাদাতের নাম নেই তালিকায়

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

তল্লাশির সময় চেকপোস্ট থেকে পুলিশকে তুলে নিল ডাকাত দল

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা করল ইসরায়েল

যশোরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

বগুড়ায় বাদীর টাকা কেড়ে নেওয়া সেই এসআই প্রত্যাহার

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

১০

আ.লীগ নেতা-বিএনপির কর্মীকে টাকা দিলে মেলে খালের পানি

১১

রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল আটক

১২

২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

১৩

টিভিতে আজকের খেলা 

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

১৯ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৬

‘এ তো কেবল শুরু’

১৭

মাথায় আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যু

১৮

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

১৯

‘আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’

২০
X