ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০২:০৩ এএম
অনলাইন সংস্করণ

হিমাগারে আলু ভর্তি ট্রাকের দীর্ঘ লাইন, নষ্ট হওয়ার শঙ্কা

হিমাগারের বাইরে আলুভর্তি ট্রাকের লাইন। ছবি : কালবেলা
হিমাগারের বাইরে আলুভর্তি ট্রাকের লাইন। ছবি : কালবেলা

ফরিদপুরে হিমাগারে আলু রাখা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও কৃষকরা। দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করেও আলু রাখতে না পারায় ভোগান্তিতে পড়েছেন তারা। এতে আলু নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন হিমাগারের সামনে অপেক্ষারত ব্যবসায়ী ও কৃষকরা।

ফরিদপুর শহরতলীর রাজবাড়ী রাস্তার মোড়ে হিমাগার ফটকের সামনে ও আশে পাশের সড়কে পাঁচ-ছয়দিন ধরে অপেক্ষা করেও আলু সংরক্ষণ করতে না পেরে হতাশ হয়ে পড়ছে, অনেকেই শঙ্কা প্রকাশ করছেন দীর্ঘ সময়ে প্রচণ্ড গরমে নষ্ট হতে পারে ট্রাকে রাখা আলু।

নিয়ম অনুযায়ী হিমাগারে আলু রাখার জন্য প্রতিবছর ডিসেম্বর ও জানুয়ারিতে বুকিং দিতে হয়। তবে এবার বুকিং দিয়েও আলু রাখতে পারছেন না বলে অভিযোগ করেন বেশ কয়েকজন ব্যবসায়ী।

ফরিদপুর হিমাগারে আলু রাখার জন্য ঠাকুরগাঁও থেকে এসেছেন সেলিম মোল্লা। তিনি বলেন, গত পাঁচদিন আগে ১৩ টন আলু নিয়ে ফরিদপুর এসেছি। অপেক্ষা করতে করতে এখন ক্লান্ত। ভয় পাচ্ছি ট্রাকে রাখা আলু প্রচণ্ড গরমে নষ্ট না হয়।

এরাজবাড়ী রাস্তার মোড়ে অবস্থিত হিমাগার ঘুরে দেখা যায়, যানবাহন ভরে আলু নিয়ে এসে দীর্ঘ লাইন ধরে কেউ কেউ তিনদিন আবার কেউ পাঁচদিন ধরে অপেক্ষা করছেন। আগতদের অধিকাংশ উত্তর বঙ্গের জেলাগুলো থেকে এসেছেন।

ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকায় ব্যক্তি মালিকানায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে ফরিদপুর হিমাগার লিমিটেড। ব্যবসায়ী ও কৃষকেরা মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করেন। এ ছাড়া ফল ব্যবসায়ীরা সারা বছরই অল্প দিনের জন্য বিভিন্ন ফল সংরক্ষণ করে রাখেন। সুবিধামতো সময়ে আবার কৃষক ও ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু ও ফল বিক্রির জন্য নিয়ে যান।

এই হিমাগাটির ধারণক্ষমতা রয়েছে ১ লাখ ৫০ হাজার বস্তা। প্রতি বস্তায় ৬০ কেজি করে আলু রাখতে হয়। নির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়ীরা বস্তা প্রতি ৪০৫ টাকা হারে ভাড়া প্রদান করেন। মৌসুমের শুরুতে ফরিদপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, ও রাজশাহী অঞ্চল থেকে ব্যবসায়ীরা আলু এনে এই হিমাগারে সংরক্ষণ করে রাখেন।

হিমাগার ম্যানেজার রুস্তম মোল্যা কালবেলাকে বলেন, অধিক ফলন ও একইসঙ্গে সবাই আলু নিয়ে আসার কারণে এ বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে আমরা ৬০ হাজারের বেশি বস্তা আলু হিমাগারে প্রবেশ করিয়েছি। এখন অপেক্ষমান যারা রয়েছে তাদেরটুকু নিতে পারলেই হয়।

তিনি বলেন, আমাদের আনলোডের শ্রমিক সংখ্যা কম। ফলে দূর দূরান্ত থেকে আসা ট্রাকগুলো থেকে আমরা পর্যাপ্ত আলু নামাতে পারছি না। তবে আশা করছি আগামী চার পাঁচদিনের মধ্যে যে ট্রাকগুলো অপেক্ষায় রয়েছে সেগুলো আমরা সংরক্ষণ করতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে গুলিতে আহত শাহাদাতের নাম নেই তালিকায়

গাজায় ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

তল্লাশির সময় চেকপোস্ট থেকে পুলিশকে তুলে নিল ডাকাত দল

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা করল ইসরায়েল

যশোরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

বগুড়ায় বাদীর টাকা কেড়ে নেওয়া সেই এসআই প্রত্যাহার

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

আ.লীগ নেতা-বিএনপির কর্মীকে টাকা দিলে মেলে খালের পানি

১০

রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল আটক

১১

২৯ মার্চের ট্রেনের টিকিট বিক্রি আজ

১২

টিভিতে আজকের খেলা 

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৫

‘এ তো কেবল শুরু’

১৬

মাথায় আঘাতের ৩৫ দিন পর ছাত্রদল নেতার মৃত্যু

১৭

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ 

১৮

‘আগামীর নির্বাচন হওয়া উচিত সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন’

১৯

হামজাকে নিয়ে মাশরাফীর স্ট্যাটাস

২০
X