চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়ার অভিযোগে আটক আলমগীর শেখ নামে এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিকে ফেরত দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলমগীর শেখ নামে এক বাংলাদেশি জেলে সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় শূন্য রেখা পার হয়ে ভারতীয় সীমানায় আনুমানিক ৭০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।
তিনি আরও বলেন, বিষয়টি জানার পর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। আজ দুপুরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক আলমগীর শেখকে নৌকা ও জালসহ ফেরত দেয় বিএসএফ।
মন্তব্য করুন