বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেছেন, আগামীর দিন হবে তারেক রহমানের দিন। আগামীর দিন হবে জাতীয়তাবাদী দল বিএনপির দিন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। এখনো গণতন্ত্র ফেরেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
সোমবার (১৭ মার্চ) জামালপুর পৌর শহরের ১নং ওয়ার্ড আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও গণতন্ত্র এখনও ফেরেনি। মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের মোকাবেলা করতে সবাইকে সজাগ থাকতে হবে। আগামী দিনে দ্রুত গণতন্ত্র মুক্তি পাবে। আগামীর দিন হবে গণতন্ত্রের দিন, আগামীর দিন হবে বিএনপির দিন, আগামীর দিন হবে জনাব তারেক রহমানের দিন।
গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন নিলুফার চৌধুরী মনি। প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য উপস্থিত সকলের দোয়া কামনা করেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান আরমানসহ অন্যরা।
মন্তব্য করুন