যশোরে শিশু সন্তানকে জিম্মি করে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) দুপুরে আসামি কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হাসান যশোর উপশহর শফিউল্লার মোড় এলাকার বাসিন্দা। এর আগে রোববার (১৬ মার্চ) দিবাগত রাত সাড় ৩টার দিকে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হোসেন বলেন, ভুক্তভোগী নারীর ছোট ভাইয়ের বন্ধু হাসান রোববার রাত ৯টার দিকে তার বাড়িতে আসে। কিশোর জানায়, তার ফোনে চার্জ নেই এবং চার্জ দেওয়ার জন্য সে ভুক্তভোগীর বাড়িতে এসেছে। বাড়ির ভেতরে প্রবেশ করে ফোন চার্জে লাগানোর পর, ভুক্তভোগী নারী পাশের রান্নাঘরে যান।
তিনি আরও বলেন, কিছুক্ষণ পর হঠাৎ শিশুকন্যার কান্নার শব্দ শুনে দৌড়ে ঘরে ঢোকেন ওই নারী। তখনই দেখেন, হাসান তার চার বছরের সন্তানের গলায় ধারালো ছুরি ধরে রেখেছে। সন্তানকে বাঁচানোর জন্য তিনি দ্রুত এগিয়ে গেলে হাসান তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটির গলায় ছুরির আঘাত লাগে এবং ভুক্তভোগী নিজেও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হাসান পালিয়ে যায়।
ওসি কাজী বাবুল হোসেন বলেন, ওই নারী রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন। ঘটনার পরপরই উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালায়। দুই ঘণ্টার মধ্যেই মনিহার বাসস্ট্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সময় হাসানকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন