লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তার আগমনকে ঘিরে নিজ গ্রাম হবিগঞ্জের বাহুবলের স্নানঘাটে উৎসবের আমেজ বিরাজ করছে। নিজ এলাকার কৃতী সন্তানকে দিয়েছে রাজকীয় সংবর্ধনা।
সোমবার (১৭ মার্চ) বেলা ১২টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানে সিলেটে পৌঁছান তিনি। পরে তাকে সংবর্ধনা দিয়ে ছাদখোলা মাইক্রোবাসে করে দুপুর সাড়ে ৩টায় পৈতৃক নিবাস বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাড়িতে নেওয়া হয়। সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও সন্তান।
ক্লাব লেস্টার সিটি তারকা ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর বিকেল সাড়ে ৩ টায় যান পৈতৃক বাড়িতে। এরপর স্থানীয় গ্রামবাসী তাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করেন।
স্থানীয়রা জানান, দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে এসেছেন হামজা চৌধুরী। তার আগমন উপলক্ষে গ্রামের বাড়ি স্নানঘাট সেজেছিল বর্ণিল সাজে। পুরো গ্রামজুড়ে চলছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ শিশু সবাই তাকে বরন করেন নিয়েছে বিভিন্ন মাধ্যমে। তাদের দাবি বাংলাদেশর সবচেয়ে বড় স্টার ফুটবলার হামজা তাদের গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এখন দেশবিদেশে তার জন্মভূমি স্নানঘাট এক নামে জানে এবং চিনে।
হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী জানান, হামজা দেশের জন্য খেলতে আসছে। আমি আশা করি ভারতের সঙ্গে অভিষেক ম্যাচে জয়লাভ করার মধ্যে দিয়ে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ২০ মার্চ দেশ ছাড়বেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর।
মন্তব্য করুন