শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
‘ঘুষের রেট নির্ধারণ’ নিয়ে সভা

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদককে শোকজ

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান। ছবি : সংগৃহীত
শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান। ছবি : সংগৃহীত

শরীয়তপুর আদালতের পেশকার পিয়নকে ঘুষের পরিমাণ নির্ধারণ করে দেওয়ার ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। নোটিশে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।

রোববার (১৬ মার্চ) জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবুল বাশার মিঞার স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়।

আদালত ও আইনজীবী সমিতি সূত্রে জানায়, গত ৬ মার্চ দুপুর ২টায় সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা হয়। সভায় সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান। সভায় আলোচনার ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে পেশকার বা পিয়নকে সিআর ফাইলিংয়ে ১০০ টাকার বেশি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া জিআর বা সিআর যে কোনো দরখাস্তের জন্য ১০০ টাকা, জামিননামা দাখিলের জন্য ১০০/২০০ টাকা, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে ১০০ টাকা, সিভিল ফাইলিংয়ে ২০০ টাকা ও হলফনামায় ১০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।

এ সিদ্ধান্তের রেজুলেশন কপি জজকোর্ট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পেশকার, পিয়ন এবং কোর্ট পুলিশের জিআরওদের কাছে বিতরণ করা হয়। এ ছাড়া এটি আইনজীবীদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হয় এবং আইনজীবী সমিতির সভাকক্ষে উন্মুক্ত রাখা হয়। আইনজীবী সমিতির এ সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। আদালতের কর্মচারীদের উৎকোচ নির্ধারণ করে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে রোববার (১৭ মার্চ) শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল বাশার মিঞা স্বাক্ষরিত দুটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। একটি দেওয়া হয় আইনজীবী সমিতির সভাপতিকে আরেকটি দেওয়া হয় সাধারণ সম্পাদককে। আর অনুলিপি দেওয়া হয় জেলা ও দায়রা জজকে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৬ মার্চ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় আদালতের পেশকার, পিয়ন ও জিআরওদের কাছ থেকে মামলা দায়ের, দরখাস্ত, জামিননামা দাখিল এবং গারদখানায় ওকালতনামা স্বাক্ষরের ক্ষেত্রে উৎকোচ গ্রহণের হার নির্ধারণ করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

নোটিশে আরও বলা হয়, পরিমাণ যাই হোক না কেন, ঘুষ গ্রহণ ও প্রদানের যাবতীয় উদ্যোগ সমানভাবে বেআইনি ও নিন্দনীয়। বিচার বিভাগ যখন দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে, তখন এ ধরনের বেআইনি ও নৈতিকতা বিবর্জিত কার্যবিবরণী আইন পেশাকে কলুষিত করেছে এবং বিচার বিভাগের মর্যাদাহানি ঘটিয়েছে। এ পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা দুর্নীতি বন্ধ করার জন্যই এ উদ্যোগ নিয়েছিলাম। আদালতের সঙ্গে আমরা আইনজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে আছি। বিষয়টি নিয়ে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তিন দিনের মধ্যেই লিখিতভাবে শোকজের জবাব দেব।

সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম বলেন, সেদিন এ ধরনের কোনো রেজ্যুলিউশন আমরা নেইনি। এটা সাধারণ সম্পাদকের অসাবধানতাবশত একটি স্বাক্ষরিত নোটিশ পেশকারদের কাছে গেছে। এটা কোনো রেজ্যুলেশন ছিল না এবং আমাদের সিদ্ধান্তের বিষয়বস্তু নয়। এজন্য সাধারণ সম্পাদক দুঃখ প্রকাশ করেছে। আমার স্বাক্ষরে এ ধরনের সিদ্ধান্ত হয়নি। একটি মহল এটি অহেতুক ভাইরাল করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ না করার দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে ‘ধ্বংসের দ্বারপ্রান্ত’ হালদা

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে টাকা নিতেন চম্পক বড়ুয়া

রাজশাহীতে বাসায় ঢুকে চাঁদা দাবি ও ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ৪

এ বছর একালের তীব্র জলজটের আশঙ্কা করছি : ডিএনসিসি প্রশাসক

আবারও গুজরাট দাঙ্গার দায় অস্বীকার করলেন মোদি

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক কারাগারে

৮০ দিন ধরে বন্ধ লোকাল ট্রেন, দুর্ভোগ চরমে

সার্বজনীন ঐক্য চায় জামায়াত : ডা. তাহের

সন্তানকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা, কিশোর গ্রেপ্তার

১০

ভবিষ্যৎ রাজনীতি, সমৃদ্ধি ও সম্প্রীতি কোন পথে?

১১

সীমান্তে বিজিবির বাধায় ফিরে গেল বিএসএফ

১২

বিয়ে করলেন সমন্বয়ক রাফি, জানা গেল স্ত্রীর পরিচয়

১৩

এইচএসসি পরীক্ষার কেন্দ্রের তালিকা প্রকাশ

১৪

ঘুষ-দুর্নীতি বেড়েছে, তাহলে কীসের সংস্কার হচ্ছে : মুরাদ

১৫

জুতা ছিল না, খালি পায়ে স্কুলে যেতাম : নরেন্দ্র মোদি

১৬

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুর্ভোগে যাত্রীরা

১৭

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঢাবিতে মানববন্ধন

১৮

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান

১৯

জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন : দুলু

২০
X