বগুড়ার শেরপুরে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের সোলায়মান সরকারের ছেলে হৃদয় সরকার (২০) ও আব্দুল হাইয়ের ছেলে কামরুল ইসলাম শুভ (২০)। আহত সাগর শেখ (২০) একই গ্রামের শাহিন শেখের ছেলে। তারা দুজনই এইচএসসি পরীক্ষার্থী ও বন্ধু ছিলেন।
মির্জাপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, মির্জাপুরের ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছবি তোলার কার্যক্রম চলছিল। হৃদয়, শুভ ও সাগর ওই কেন্দ্রে ছবি তুলতে গিয়েছিলেন। ছবি তোলার পর তিনজন একসঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিরইল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে হৃদয় ও শুভ ঘটনাস্থলেই মারা যান, আর সাগর গুরুতর আহত হন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যে গাড়ির ধাক্কায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটি চিহ্নিত করার জন্য অনুসন্ধান চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন