মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে চাকরিচ্যুতির হুমকি, ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম। ছবি : কালবেলা
গ্রেপ্তার ছাত্রদল নেতা ফজলুল করিম শামীম। ছবি : কালবেলা

মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে চাকরিচ্যুত ও মারধরের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফজলুল করিম শামীম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফ্রান্স শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবদলের কর্মী।

সোমবার (১৭ মার্চ) সকালে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে ছাত্রদল নেতার বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার বিকেলে শহরের উত্তরা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। ফজলুল করিম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ সদস্য শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেন। এ সময় আশপাশের দোকানদার ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছলে শামীম তাদের সঙ্গেও অশালীন আচরণ করতে থাকেন। পরে শামীম মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন, যারা গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে, শামীমের আচরণ উগ্র হয়ে ওঠায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির কালবেলাকে জানান, শামীম জেলা যুবদলের কোনো নেতা না। তিনি যুবদলের একজন কর্মী মাত্র। তিনি বিষয়টি মীমাংসা করে শামীমকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন ট্রাফিক পুলিশকে।

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন বলেন, ফজলুল করিম শামীম ফ্রান্স শাখা ছাত্রদলের সভাপতি। ঘটনাটি ইফতারের আগ মুহূর্তে ঘটেছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। দলীয়ভাবে আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার দিকনির্দেশনা অনুসরণ করে আমরা যথাযথ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (এডমিন) আব্দুল হামিদ বলেন, শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। বিকেলে শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক দেবদুলাল জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগে শামীম নামে একজনকে আটক করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শামীম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে শাস্তি

নরসিংদীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

জুলাই-আগস্টে ঢাবিতে ছাত্রলীগের হামলা, ১২৮ জন সাময়িক বহিষ্কার 

যুবদলের জাহাঙ্গীরের বিরুদ্ধে সড়ক কেটে দেয়াল নির্মাণের অভিযোগ

নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু, ৪ লাখ টাকায় দফারফা

মাদ্রাসাছাত্রকে চাপা দিয়ে পালানোর সময় ট্রাকচালক গ্রেপ্তার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মার্কিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎকার

সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৩ নেতাকর্মী খালাস

ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী

১০

বাংলালিংকের নতুন সিইও হচ্ছেন ইওহান বুসে

১১

নিয়োগে সুপারিশ, নাহিদ ও নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

১২

সেই মন্টু দাসের পরিবারের দায়িত্ব নিল জামায়াত 

১৩

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

১৪

যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

১৫

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে পুলিশ সদস্যসহ আহত ২

১৬

‘ঘুষের রেট নির্ধারণ’ নিয়ে সভা / শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদককে শোকজ

১৭

আইনজীবী আলিফ হত্যা, দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

১৮

লোহিত সাগরে মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ছোট বড় বিষয় নয়, ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার : স্বপন 

২০
X