রাজবাড়ীর গোয়ালন্দে এক নারী স্বামীসহ গ্রেপ্তার হয়েছেন। রোববার (১৬ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ঝুমুর বেগম (৪২) উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের সংগঠন অবহেলিত নারী ঐক্যের সভানেত্রী। তার স্বামী আব্দুল জলিল ফকীর (৪৮) দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
থানা পুলিশ সূত্র জানায়, রোববার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার নিরালা বোর্ডিংয়ের নিচ তলার ৭ নম্বর কক্ষ থেকে ঝুমুর বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ২টি রয়্যাল ডাচ বিয়ার ও একটি বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
এর আগে রোববার ভোরে নিরালা বোর্ডিং থেকে ঝুমুর বেগমের স্বামী আব্দুল জলিল ফকীরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষ্যম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, ঝুমুর বেগম দৌলতদিয়া যৌনপল্লির অবহেলিত নারী ঐক্যের সভানেত্রী হিসেবে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পল্লিতে ব্যাপক প্রভাব খাটাতেন। বিশেষ করে পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি হাবিবুর রহমানের সাথে তার সখ্যতা ছিল। এর সুবাধে এবং স্বামী আওয়ামী লীগ নেতা হওয়ায় গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত তিনি ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে দৌলতদিয়া যৌনপল্লিতে মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ স্থানীয়দের।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন তারা পলাতক ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রোববার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন