বরগুনার আমতলীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করার পর বাবাকে হত্যার ঘটনায় চরম অনিশ্চয়তায় পড়েছে কিশোরীর পরিবার। একদিকে কিশোরীটির দুর্দশা, অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আর্থিক অনিশ্চয়তা তাদের ঘিরে ধরেছে। এমন দুঃসহ পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ মার্চ) বিকেলে আমতলী উপজেলায় ওই কিশোরীর বাড়িতে গিয়ে বিশেষ অনুদান ও সহায়তা সামগ্রী পাঠিয়েছেন তারেক রহমান।
তার পক্ষ থেকে বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা ওই কিশোরীর বাড়িতে গিয়ে অনুদান সামগ্রী দিয়ে আসেন।
এ সময় আমানের হোয়াটসঅ্যাপে অডিও কলে কিশোরীর মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। স্বামীকে হারিয়ে ছোট তিন কন্যা ও অসুস্থ শাশুড়িকে নিয়ে অকূল পাথারে পড়ে যাওয়া ওই নারীকে ‘বোন’ বলে সম্বোধন করে অভয় দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনাদের সাথে যেটি হয়েছে তা বাংলাদেশের সকল মানুষ জেনেছে এবং শুনেছে। আপনার পরিবারের পাশে আমাদের দল থাকবে। যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’
তারেক রহমান আরও বলেন, ‘আপনাদের যদি আরও কোনও সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান¬– আপনাদের এলাকার সন্তান, তাকে জানাবেন। আমরা যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করবো। আপনি ঘাবরাবেন না। দেশের মানুষ আপনার পাশে আছে, বিএনপি আপনার পাশে আছে। ভয় পাবেন না আপনি।’
এ সময় ভুক্তভোগী কিশোর ও তার পরিবার যেন সর্বোচ্চ আইনী সহায়তা পান সে বিষয়ে সর্বোচ্চ সহায়তা প্রদানের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ প্রসঙ্গে ছাত্রদল নেতা আমান সাংবাদিকদের বলেন, ‘বরগুনা আমার নিজ জেলা। তাই বরগুনায় কিশোরীকে ধর্ষণ ও তার বাবার রহস্যময় হত্যাকাণ্ডের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে কল দিয়ে এই পরিবারটির খবর নিতে এবং তাদের সহযোগিতা করতে বলেন। তার নির্দেশেই আমরা এখানে এসেছি। কিশোরীর মায়ের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়াম্যান কথা বলেছেন, অনুদান দিয়েছেন। তিনি এই পরিবারের পাশে থাকবেন।’
জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, ‘ধর্ষণ ও হত্যার বিচার নিশ্চিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আলোচনা করে এবং তার নির্দেশে এই পরিবারের পাশে থাকবে জেলা বিএনপি।
মন্তব্য করুন