সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার সীমান্ত এলাকা বলদঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম শেখ এজাজ (৩৬)। তার বাবার নাম শেখ খলিল। তাদের বাড়ি ভারতে গুজরাটের আহমেদাবাদ জেলায়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ বিজিবি জানায়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় ওই শেখ এজাজের সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। পরে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বছর যাবৎ খুলনার দৌলতপুরে বসবাস করছেন। বর্ণিত ভারতীয় নাগরিক অন্যের ইজিবাইক চালাতেন বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মো. সাহাবুর রহমান -এর নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান হতে তাকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক কালবেলাকে বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার সাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন