তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহের আলী নামে ৫৭ বছরের এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিরঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী। গ্রেপ্তার মেহের আলী একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সকালে ওই ছাত্রী আলু তোলার জন্য ক্ষেতে যাচ্ছিল। এ সময় পাশে তামাক ক্ষেতে কাজ করতে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এসে মেহেরকে হাতে নাতে আটক করে গণপিটুনি দেন। গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
ওসি মোহাম্মদ নুরনবী জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।
মন্তব্য করুন