খাগড়াছড়িতে ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ ৯ মামলার আসামি দুর্ধর্ষ পেশাদার ডাকাত মো. ইউসুফ প্রকাশ কালাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী নাঈম আল সুলতান প্রকাশকেও (৩১) গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ১০নং মুসলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ইউসুফ প্রকাশ কালা (৩৫) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ১৮নং কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বাসিন্দা তছির আহম্মদের ছেলে। নাঈম আল সুলতান প্রকাশ নাঈম (৩১) খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের ১০নং মুসলিমপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ মার্চ মাটিরাঙ্গা পৌরসভার ১০নং মুসলিমপুর এলাকায় মঞ্জুর ইসলামের বাড়িতে ডাকাতি করে নগদ অর্থ ও সোনার গহনা লুট করে। এ মামলার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহযোগী নাঈমের ১০নং মুসলিমপুরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে লুণ্ঠিত মালামাল, নগদ ৩৫ হাজার টাকা, দস্যুতার কাজে ব্যবহৃত ধামা, চাকু ও চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধার এবং অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইউসুফ প্রকাশ কালার (৩৫) নামে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির মামলা চারটি, অস্ত্র মামলা তিনটি, চুরি মামলা একটি ও একটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে সহযোগী নাঈমের নামে নোয়াখালীর বিভিন্ন থানায় তিনটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের আজ (রোববার) আদালতে পাঠানো হবে বলেন ওই পুলিশ কর্মকর্তা।
মন্তব্য করুন