রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গোপন সমঝোতায় হাটবাজার ইজারা নিলেন বিএনপি নেতারা

দরপত্রের বাক্স খোলে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
দরপত্রের বাক্স খোলে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

ব্যাপক অনিয়ম ও গোপনে সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাটবাজার ইজারার কার্যক্রম। এমনকি নিয়মবহির্ভূতভাবে গত বছরের চেয়েও অনেক কমদরে ইজারা দেওয়া হয়েছে কয়েকটি বাজার। ফলে কাগজকলমে সবকিছু ঠিক থাকলেও কৌশলে সরকারকে বঞ্চিত করা হয়েছে প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থেকে।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কমলনগর ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২১টি হাটবাজার ইজারার দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন।

গত বুধবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। প্রতিটি বাজারের আট থেকে ১০টি করে দরপত্র ফরম বিক্রি হলেও জমা পড়ে মাত্র ৩টি ও দুটি করে। যার মধ্যে একটি ছাড়া বাকিগুলো ছিল অসম্পূর্ণ তথ্যসংবলিত। আবার কোনো বাজারে পড়েছে মাত্র একটি দরপত্র।

বিশেষ সূত্রে জানা যায়, দরপত্র ক্রয় করা ব্যক্তিদের নিয়ে গোপনে সমঝোতার ফন্দি আঁটেন স্থানীয় বিএনপির নেতারা। তাই তাদের পছন্দের ব্যক্তিরাই পেয়েছেন প্রতিটি বাজারের ইজারা।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টায় দরপত্র বক্স খোলে উপজেলা প্রশাসন। এতে দেখা যায়, হাটবাজার ইজারার ১ নম্বর তালিকায় থাকা চরকালিকিনি ইউনিয়নের মতিরহাট বাজারটি ২ লাখ ৯২ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেদি হাসান লিটন পেয়েছেন, যা গত বছরের ইজারা মূল্যের চেয়ে প্রায় ১ লাখ টাকা কম।

একই অবস্থা চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট বাজারের। দরপত্র ক্রয় করা সবাইকে ম্যানেজ করে ওই বাজারের ইজারা বাগিয়ে নেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম শওকত, যা গত বছরের চেয়ে ৪ লাখ টাকা কম। একই ইউনিয়নের চরবসু বাজারটি গত বছরের চেয়ে ৫০ হাজার টাকা কমে ২ লাখ ৯ হাজার টাকায় ইজারা নিয়েছেন স্থানীয় জামায়াত নেতা আবদুস সালাম।

এ ছাড়া উপজেলার সবচেয়ে বড় বাজার তোরাবগঞ্জ বাজারটি সবাইকে ম্যানেজ করে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ১৮ হাজার টাকা বাড়িয়ে ৬৭ লাখ ৭০ হাজার টাকায় বাজারটি ইজারা নেন উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম কাদের। একইভাবে উপজেলার হাজিরহাট বাজারটি নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ৩ হাজার টাকা বাড়িয়ে ৬৩ লাখ ৪৯ হাজার টাকায় ইজারা নিলেন বিএনপির উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. বাবুল।

চরমার্টিন ইউনিয়নের মুন্সীগঞ্জ বাজারের দরপত্র ছয়জনে কিনলেও দরপত্র পড়েছে শুধু যুবদল নেতা তারেক রহমান রকির। তিনি নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ২০০ টাকা বাড়তি দরে ৩ লাখ ৫১ হাজার ৮০০ টাকায় বাজারটি ইজারা নিয়েছেন। ওই ইউনিয়নের চৌধুরী বাজারটিও বিএনপি নেতা নুরনুবী মামুন দরপত্র নেওয়া অন্তত ১০ জনকে ম্যানেজ করে নির্ধারিত মূল্যের চেয়ে মাত্র ৫শ টাকা বাড়িয়ে ৩ লাখ ৪৪ হাজার টাকায় বাজারটি ইজারা নেন। এভাবে ২১টি বাজারের মধ্যে দু-একটি বাজার জামায়াত নেতারা নিলেও বাকি বাজারগুলো কৌশলে গোপন সমঝোতার মাধ্যমে বাগিয়ে নেন স্থানীয় বিএনপি নেতারা।

তোরাবগঞ্জ বাজার ইজারার দরপত্র কেনা মো. মনতাজ হোসেন বলেন, আমরা কয়েকজনে দরপত্র কিনেছি। পরে বিএনপির উপজেলা সভাপতি গোলাম কাদের আমাদের সঙ্গে সমঝোতা করে তোরাবগঞ্জ বাজার ইজারা নিয়েছেন।

তোরাবগঞ্জ ইউনিয়নের ফাযিল মিয়ার হাটের জন্য দরপত্র নেওয়া মো. ইউসুফ খান বলেন, বাজার ইজারার জন্য আমিসহ চারজন দরপত্র নিয়েছি। পরে আমাদের সঙ্গে সমঝোতা করে বিএনপি নেতা মো. আবদুস শহিদ বাজারটি ইজারা নিয়েছেন।

চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজারের ইজারা নেওয়া বিএনপি নেতা মামুন সমঝোতার কথা স্বীকার করে বলেন, আট থেকে ১০ জনে বাজারটির দরপত্র নিয়েছিল। পরে সবার সঙ্গে সমঝোতা করে বাজারের ইজারা নিয়েছি। নিজের জন্য নয়; বরং এই খাতের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন করা হবে।

তোরাবগঞ্জ বাজারের ইজারা পাওয়া উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম কাদের কালবেলাকে বলছেন, কোনো গোপন বৈঠক বা সমঝোতা হয়নি। নিয়ম মতেই ইজারা নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান কালবেলাকে বলেন, গত তিন বছরের বাজার দরের গড় হার এবং ৬ শতাংশ বৃদ্ধি করে বাজারের কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ করা হয়। নির্ধারিত মূল্যের নিচে নেওয়ার সুযোগ নেই। পছন্দের লোকজন বাজার পাওয়ার জন্য বিএনপির সমঝোতার বিষয়ে আমি অবগত নই। বাজারের মূল্য যত বেশি হবে সরকার রাজস্ব তত বেশি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ঈদের চাঁদ কবে উঠতে পারে জানা গেল গবেষণায়

ড. ইউনূস এখনো প্রশাসনকে পরিবর্তন করতে পারেনি : অলি আহমদ

গাইবান্ধায় আ.লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

ভারতে সেনা ব্রিগেডিয়ারের বিরুদ্ধে কর্নেলের স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রূপগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি ইব্রাহিম গ্রেপ্তার

আগামী নির্বাচন বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে : ইশরাক

‘সংস্কার-বিচার-সুষ্ঠু নির্বাচন ছাড়া সরকারের পিছু হটার সুযোগ নেই’

বেত ব্যবহারের অনুমতি পেলেন শিক্ষকরা

নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা যাবে না : আমীর খসরু

উপদেষ্টা মাহফুজের সেই মন্তব্যে হেফাজতের উত্তর

১০

নিজের গায়ে আগুন দিতে পেট্রল কিনেছিলেন আফজাল

১১

ফ্যাসিস্ট হাসিনার দোসররা দেশে অস্থিরতা করছে : ইলিয়াসপত্নী লুনা

১২

সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই : ড. আসাদুজ্জামান

১৩

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন কঠিন : জাতিসংঘের মহাসচিব 

১৪

শেখ হাসিনার ‘মৃত্যুর’ দাবি করে প্রচার

১৫

হেলিকপ্টারে মাগুরা যাওয়ায় সমালোচনা, মুখ খুললেন সারজিস

১৬

ফিলিস্তিনি যোদ্ধাদের ‘স্থায়ী যুদ্ধবিরতি’ নিয়ে চূড়ান্ত বার্তা দিল যুক্তরাষ্ট্র

১৭

রংপুরের সেই উপকমিশনার শিবলী প্রত্যাহার

১৮

নিজের উৎপাদিত সবজি অসহায়দের দিলেন ইউএনও

১৯

পুকুর খুঁড়তেই বেরিয়ে এলো ৬০ রাউন্ড বুলেট

২০
X