পূর্বাচল মেরিন সিটি নামের একটি আবাসন প্রকল্পের দেয়াল নির্মাণ নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার পূর্বাচল মেরিন সিটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকার জামান, সাগর, শ্যামল।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাচল মেরিন সিটি নামের আবাসন প্রকল্পের কাজ করে আসছে হাটাব বৈলদারটেক এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যকরী সদস্য জাকির হোসেন দেয়াল নির্মাণকাজ করছিলেন। শনিবার সকালে একই এলাকার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ইয়াসিন ও তার লোকজন বাধা দেয়। এ সময় বিএনপি নেতা জাকির হোসেনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয়পক্ষের জামান, সাগর, শ্যামলসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে জামানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। পুরোপুরি খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।
বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স বলেন, লেবার নিয়ে ঝামেলা হয়েছে শুনেছি। কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
এ বিষয়ে জানতে পূর্বাচল মেরিন সিটির জরুরি নম্বরে ফোন করা হলে তিনি অফিসে গিয়ে যোগাযোগ করার কথা বলে ফোন কেটে দেন। অভিযুক্ত বিএনপি নেতাদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, পূর্বাচল মেরিন সিটিতে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন