চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় অভিযুক্ত সেই যুবদল নেতা ফয়সাল আহমেদ খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।
এর আগে শুক্রবার (১৪ মার্চ) বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের পাথরঘাটা এলাকায় পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের নেতৃত্বে তার অনুসারী ১০-১২ জন জসীম উদ্দীনের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে অভিযুক্ত পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন বলেন, আমি জসীমের কাছে টাকা চাইনি। সে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মেলামেশা করত। এখন বিএনপির লোকজনের সঙ্গে মেশার চেষ্টা করছে। এসব নিয়ে কিছু ঝামেলা ছিল। কিন্তু চাঁদা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।
মন্তব্য করুন