উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা গণহত্যার বর্ণনা শুনলেন গুতেরেস

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার মর্মস্পর্শী বর্ণনা শোনেন জাতিসংঘের মহাসচিব। ছবি : কালবেলা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার মর্মস্পর্শী বর্ণনা শোনেন জাতিসংঘের মহাসচিব। ছবি : কালবেলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে গুতেরেস রোহিঙ্গা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং মিয়ানমারে তাদের ওপর চালানো গণহত্যার মর্মস্পর্শী বর্ণনা শোনেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি উখিয়ার বর্ধিত ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান তারা।

বর্ধিত ক্যাম্প ২০-এর এইচ/২-এর ব্লক-৩-এর বাসিন্দা বদর আলম বলেন, ‘আমাদের মাঝিরা (রোহিঙ্গা নেতা) জাতিসংঘ মহাসচিবকে মিয়ানমারের অত্যাচারের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। কীভাবে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, চোখের সামনে স্বজনদের হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে- সবকিছু তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের দেওয়া শর্তগুলো মেনে নিলে আমরা নিজ দেশে ফিরে যেতে রাজি। এই বিষয়টি জাতিসংঘ মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন রোহিঙ্গা কমিউনিটি নেতারা।’

লার্নিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থী জানান, জাতিসংঘ মহাসচিব গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার কারণ জানতে চান। মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন।

এরপর তারা রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ও ত্রাণ বিতরণকেন্দ্র পরিদর্শন করেন। এরপর রোহিঙ্গা কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক শেষে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। এ সফরকে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মহলের জন্য নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা তাদের নিরাপদ প্রত্যাবাসন ও অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান। এই জনগোষ্ঠীকে ফেরত পাঠাতে মিয়ানমারের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

গুতেরেস বলেন, ক্যাম্পে রোহিঙ্গাদের মানসম্মত জীবনযাপন প্রয়োজন। এটি নিশ্চিত করতে সহায়তা করবে জাতিসংঘ। পাশাপাশি তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করার কথাও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন / টিউলিপের বিরুদ্ধে বোনের নামে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

অলিম্পিকের প্রতিযোগীদের টক্কর দিচ্ছে ৯ বছরের শিশু

চাঁদা তুলতে গিয়ে ‘ভদ্র জ্বীনের বাদশা’ আটক

নিজ মালিককে গুলি করল কুকুর

শিক্ষার্থীদের সামনে কান ধরে উঠ-বস করলেন প্রধান শিক্ষক

মাকে কুপিয়ে হত্যার পর স্ত্রীর আঙুল কাটেন মাদকাসক্ত যুবক

‘দেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না’

রোহিঙ্গা সদস্যের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আগামী দুই বছরে শরণার্থীর সংখ্যা ভয়াবহভাবে বাড়বে 

১০

দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১১

ভারত ও পাকিস্তান থেকে এলো ৪৮ হাজার টন চাল

১২

১৫ মার্চ : আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৩

পুতিনের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

১৪

ইফতার মাহফিলে পদপিষ্ট হয়ে রোহিঙ্গার মৃত্যু, আহত ২

১৫

আজ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপির বৈঠক 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

১৭

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে নিহত ১

১৮

১৫ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

১৫ মার্চ : আজকের নামাজের সময়সূচি

২০
X