বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি চক্র ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। তার জন্য বিভিন্ন গণমাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। কিন্তু বাংলার জনগণ আজ সচেতন, তারা সবই বোঝে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
আব্দুল মঈন বলেন, বিগত পতিত সরকার প্রধান শেখ হাসিনা যিনি দেশ থেকে পালিয়েছে, তিনিও দেশকে মৌলবাদী, আইএস ও সন্ত্রাসী আখ্যা দিয়ে পশ্চিমা বিশ্বে প্রচার করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু পশ্চিমা বিশ্ব এবার তাদের সেই ট্যাবলেট খায়নি। তাই আগামী দিনেও বাংলার জনগণ মিথ্যা তথ্য মেনে নেবে না।
তিনি বলেন, যারাই মিথ্যা তথ্য গল্প-কাহিনি তৈরি করে বিব্রত করতে চায় তাদের ওপর আল্লাহর লানত পড়বে। এ দেশে জুজুর ভয় দেখিয়ে আর রাজনীতি করা চলবে না। এ দেশে রাজনীতি করতে হলে গণমানুষের পক্ষে সততার রাজনীতি করতে হবে। কেননা ক্ষমতা মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। যেমনটি শেখ হাসিনাকে নিয়ে গেছে। তাই এ দেশে আর শেখ হাসিনার মতো রাজনীতি চলবে না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, নরসিংদী বাজার কমিটির সভাপতি বাবুল সরকার, পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি আলম মোল্লা, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কানিজ ফাতেমা, উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান হুমায়ুন, অ্যাড. জসিম উদ্দিন মৃধা, ফিরোজ মোল্লা ও মোস্তফা কামালসহ অন্যরা।
মন্তব্য করুন