কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেছেন, ‘আওয়ামী লীগের দুঃশাসনের সময়কালে সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নির্দেশে আমরা রাজপথে সক্রিয় ছিলাম। কেন্দ্র ঘোষিত সব কর্মসূচি বাস্তবায়ন করেছি। দীর্ঘ এক যুগ আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দেশের বাইরে থাকলেও প্রতিটি ক্ষণে তিনি মুরাদনগরের মানুষের হৃদয়ে ছিলেন।’
শুক্রবার (১৪ মার্চ) শ্রীকাইল কে কে উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি ইসহাক মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহিউদ্দিন অঞ্জন।
এ দিন রোজাদারদের সম্মানে মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠান হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আরও বলেন, ‘বিদেশে বসেও নেতাকর্মীদের দিয়ে জনগণের সেবা করেছেন। যে কারণে মুরাদনগরের সর্বস্তরের জনতা ষষ্ঠবারের মতো কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে এমপি বানানোর প্রস্তুতি নিচ্ছে। একটি পক্ষ ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে লাভ নেই। কায়কোবাদ সমর্থকদের থুতুর পানিতেই ভেসে যাবে ষড়যন্ত্রকারীরা।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া, সজল খান ও রাকিব রতন।
শ্রীকাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দীন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। শ্রীকাইল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বাবু।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, কৃষক দল নেতা মাহবুব হাসান মালুসহ উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন