ফেনীর ছাগলনাইয়া পৌরশহর বাজারে ফল, কাঁচামাল ও নিত্যপণ্যের দোকানগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত এই অভিযান পরিচালনা করেন।
রমজান মাসকে কেন্দ্র করে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন ছাগলনাইয়া বাজারে অভিযান পরিচালনা করলেও আজকের অভিযানে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। বর্তমান সময়ে বাজারে তরমুজের চাহিদা থাকলেও ক্রেতাদের ক্রয় করতে হচ্ছে চড়া দামে। সকাল থেকে বাজারে মাঝারি থেকে বড় সাইজের তরমুজগুলো বিক্রি হচ্ছে ৪শ থেকে ৫শ টাকায়। এরই মধ্যে দ্রব্যমূল্য পরিদর্শন করতে ম্যাজিস্ট্রেট এলেই প্রতি পিস তরমুজের দাম হয়ে যায় অর্ধেকের চাইতেও কম। অর্থাৎ প্রতি পিস তরমুজের দাম ২০০ টাকা।
তরমুজ কিনতে আসা নজরুল ইসলাম চৌধুরী জানান, রোজা আসার সঙ্গে সঙ্গেই বাজারের দ্রব্যের দামে ঊর্ধ্বগতি। অসাধু ব্যবসায়ীরা দুশ টাকার তরমুজ বিক্রি করছেন ৫০০ টাকায়। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখামাত্রই তরমুজের দাম হয়ে যায় অর্ধেক।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ সুমিত কালবেলাকে জানিয়েছেন, অসাধু ব্যবসায়ীরা যেন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সে জন্য বাজারে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন