নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়েছে আটটি দোকান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে জালকুড়ি পশ্চিমপাড়া ক্লাব মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
খবর পেয়ে আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন কালবেলাকে বলেন, আগুনে মার্কেটের একটি ফার্নিচার দোকান, দুটি চা-পানের দোকান, একটি স্বর্ণের দোকান, একটি সেলুন ও একটি লেপতোশকের দোকানসহ আটটি দোকান পুড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আনুমানিক সাড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন