নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন (৫০) নামে এক মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেনএলাকাবসী। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে নাসিক ৪নং ওয়ার্ডের আটি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সেলিম উদ্দিন আটি এলাকার নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি সিলেট জেলার জামালগঞ্জ এলাকার আজগর আলী তালুকদারের ছেলে।
ভিকটিম শিশুর স্বজনরা জানান, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেন। পরে শিশুটি সেলিমের দোকানে যায়। তখন সেলিম শিশুটিকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে সেলিমকে হাতেনাতে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেলিমকে মারধর করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ভিকটিম শিশুর স্বজনরাও থানায় এসেছেন। লিখিত অভিযোগ দেওয়ার পর অভিযুক্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন