হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার অভিযোগে হবিগঞ্জের সাবেক এমপি আবু জাহিরকে প্রধান আসামি করে ৪০ জনের নামে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে জেলার মাধবপুর উপজেলায় বাঘাসুরা গ্রামের তাউছ মিয়ার ছেলে ইমরান মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে। এতে বাদী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ঘটনার সাড়ে ৭ মাস পর মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির জানান, মামলাটি এফআইআরভুক্ত করা হয়েছে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন