সিলেটের সদর উপজেলার জালালাবাদ থানাধীন নাজিরেরগাঁও ও মইয়ারচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। বৃষ্টির মধ্যে থেমে থেমে ঘণ্টাখানেক সংঘর্ষ হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জালালাবাদ থানার ওসি হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০ জন হয়েছেন। মারামারির ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
মন্তব্য করুন