খুলনার ডুমুরিয়ায় এক ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওমর আলী শেখ (৩০)।
উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর শেখ কাঞ্চনপুর গ্রামের মো. মিজান শেখের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় ওমর আলী শেখ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। পরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের একটি বাগান থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠায়।
খুলনার পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাই করে ওমর আলী শেখকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
মন্তব্য করুন