ময়মনসিংহের ত্রিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ নিলয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ মার্চ) রাতে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউসার আহমেদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি কাউসারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন