ঝিনাইদহ শহরের বেপারিপাড়া শাপলা চত্বরে একটি পশুপাখির দোকানে আগুন লেগে প্রায় শতাধিক বিদেশি জাতের পাখির নির্মম মৃত্যু হয়েছে।
বুধবার (১২ মার্চ) মধ্যরাতের দিকে বেপারিপাড়াস্থ শাপলা চত্বরের কাজী ইবলুর বিডি বার্ড ফুডের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রতিবেশী মিনু খাতুন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে পুরো দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুন আর কালো ধোঁয়ায় দোকানের ভেতরে থাকা প্রায় শতাধিক লাভবার্ড, ককাটেল, বাজরিকা ও ডায়মন্ড ডাভ জাতের বিদেশি পাখির করুণ মৃত্যু হয়। আগুনে এই বিপুল সংখ্যক পাখির মৃত্যুর ঘটনায় এলাকায় একরকম শোকের ছায়া নেমে আসে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভিন হাসান কালবেলাকে জানান, আগুনে কাজী ইবলুর নামে এক পাখি ব্যবসায়ীর প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন